ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শরীয়তপুরে বেড়িবাঁধে যুবকের গলাকাটা মরদেহ

শরীয়তপুর | প্রকাশিত: ০৯:৫৯ এএম, ১১ জুলাই ২০১৭

শরীয়তপুরের ভেদরগঞ্জের সখিপুরে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৪০) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালের উপজেলার সখিপুর থানার সখিপুর ইউনিয়নের আনন্দবাজার বেড়িবাঁধ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ আনন্দবাজার বেড়িবাঁধের কাছে পড়ে থাকতে দেখে স্থানীয় পথচারীরা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহতের পরনে হলুদ কালারের প্যান্ট ও ভেজা সাদা শার্ট ছিল।

সখিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুরুল হক আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

ছগির হোসেন/আরএআর/জেআইএম