ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাল্য বিয়ে করতে গিয়ে বর ও ঘটকের জেল

প্রকাশিত: ০৪:৪৪ এএম, ২৩ মে ২০১৫

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামে বাল্য বিয়ে করতে গিয়ে বর আক্তারুল ইসলাম (১৮) ও ঘটক আল আমিন (৩০) প্রত্যেককে ২০ দিন করে জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে নদীপুতা গ্রামের ইমদাদুল ইসলামের ছেলে আক্তারুল ইসলাম বরযাত্রী নিয়ে পার্শ্ববর্তী গ্রামে পিন্টুর নাবালিকা মেয়েকে (১২) বিয়ে করতে যায়। এসময় খবর পেয়ে দামুড়হুদা উপজেলার নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান এবং তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বর ও ঘটক প্রত্যেককে ২০ দিনের জেল দেন।

দামুড়হুদা উপজেলার নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সালাউদ্দীন কাজল/এমজেড/এমএস