জয়পুরহাটে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন
জয়পুরহাট শহরে ঘূর্ণিঝড়ের তান্ডবে বিদ্যুৎ সংযোগ ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনিবার দিবাগত গভীররাতে প্রায় আধা ঘণ্টার ঘূর্ণিঝড়ের তান্ডবে বিদ্যুৎ সংযোগ ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘূর্ণিঝড়ের তান্ডবে দোকান-পাঠ ও ঘরের টিন দুমড়ে-মুচড়ে উড়ে গিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকে। বড় বড় গাছ ও গাছের ডাল ভেঙ্গে বাড়ি-ঘরের উপর পড়ে টিন নষ্ট হয়ে গেছে, এছাড়া গাছ ও গাছের ডাল ভেঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
জয়পুরহাট বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, বিভিন্ন জায়গায় গাছ ও গাছের ডাল পড়ে তার ছিড়ে গেছে, ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সকাল না হওয়া পর্যন্ত বিদ্যুৎ সংযোগ দেওয়া যাবে না বলেও জানানো হয়।
জয়পুরহাট ষ্টেশন সূত্রে জানা গেছে, রেল-লাইনের উপর বিভিন্ন জায়গায় গাছ ও বিভিন্ন গাছের ডাল ভেঙ্গে পড়ায় রাতের ঢাকাগামী একতা এক্সপ্রেস ও নীলসাগর বন্ধ আছে। রেল লাইন থেকে গাছ ও গছের ডাল সড়ানোর পরে পুনরায় ট্রেন চলাচল সচল করা হবে।
মো. রাশেদুজ্জামান/আরএস