বিস্কুটের বাক্স থেকে বেরিয়ে এলো ১২ গোখরা
সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাজিরহাট বাজারে একটি দোকানের ভিতর থেকে ১২টি বিষাক্ত গোখরা সাপ উদ্ধার হয়েছে।
বাজারের নিজাম স্টোরে বৃহস্পতিবার রাতে সাপগুলো উদ্ধার হয়। উদ্ধারের পর সাপগুলোকে মেরে ফেলে স্থানীয়রা।
কাজীরহাট বাজারের ফাস্টফুডের দোকান নিজাম স্টোরের মালিক নিজাম আলী জানান, একটি বিস্কুটের বক্সের মধ্যে প্রথম একটি বিষাক্ত সাপ দেখতে পাই। পরে একে একে দোকানের বিভিন্ন বাক্স ও কর্ণার থেকে ১২টি সাপ বেরিয়ে আসে। সাপগুলো মেরে ফেলা হয়েছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জাগো নিউজকে বলেন, বৃষ্টির ফলে মাঠঘাট এখন ডুবানো। গর্তগুলো পানিতে ভরে গেছে। সেসব কারণে এই সাপগুলো গর্ত থেকে বেরিয়ে উঁচু কোনো স্থানে আশ্রয় নিচ্ছে। সকলকে সতর্ক করা হয়েছে। না হলে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।
আকরামুল ইসলাম/এফএ/এমএস