ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জয়পুরহাটে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ১

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ১৪ জুলাই ২০১৭

জয়পুরহাটের পাঁচবিবিতে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুস সালাম (৫৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার সন্ধ্যায় শিশুদের অভিভাবকের অভিযোগের ভিত্তিতে পুলিশ সালামকে তার নিজ বাড়ি থেকে আটক করে।

জয়পুরহাটের এএসপি (সার্কেল) সাজ্জাদ হোসেন জানান,  ৭ ও ৯ বছর বয়সী দুই শিশু সালামের বাড়ির পাশে খেলছিল। এ সময় সালাম ফুসলিয়ে তাদের ধর্ষণ করে। শিশুরা বিষয়টি তাদের মা-বাবাকে জানালে পরিবারের পক্ষ থেকে পাঁচবিবি থানায় অভিযোগ করে। পরে পুলিশ ধর্ষক সালামকে আটক এবং ভুক্তভোগী শিশুদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষক সালাম তার অপরাধের কথা স্বীকার করেছে বলেও জানান এএসপি (সার্কেল)।

রাশেদুজ্জামান/এএইচ