ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পাহাড়ি ছাত্র পরিষদের নতুন কেন্দ্রীয় কমিটি

প্রকাশিত: ০৭:৪০ এএম, ২৪ মে ২০১৫

বান্দরবানে অনুষ্ঠিত পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপ) ৩১ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। পিসিপি সূত্রে জানা যায়, ২০ মে জেলা শহরের রাজার মাঠে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২১ মে সম্মেলন হয় জেলার ফারুক পাড়ায়। আলাপ আলোচনার ভিত্তিতে আগের কমিটির সাধারণ সম্পাদক জুয়েল চাকমা এবং নতুন কমিটিতে বাচ্চু চাকমাকে সভাপতি ও উবাসিং মারমাকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে । নতুন কমিটিরি সাংগঠনিক সম্পাদক উবাসিং মারমা জাগো নিউজকে বলেন, সুষ্ঠুভাবে সম্মেলন হওয়ায় নেতা কর্মীরা আগের তুলনায় চাঙা হয়ে উঠেছেন।

উল্লেখ্য, ২১ মে ফারুক পাড়ায় আয়োজিত সম্মেলনে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি থেকে তিন শতাধিক কাউন্সিলর ও পর্যবেক্ষক অংশ নেন।

সৈকত দাশ/এমজেড/এমএস