ফরিদগঞ্জে ৮টি চোরাই মোটরসাইকেলসহ যুবলীগ নেতা আটক
ঢাকা ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ফরিদগঞ্জ থেকে ৮টি চোরাই মোটরসাইকেলসহ এস এম তুহিন রায়হান নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে।
শনিবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে আটকের পর জব্ধকৃত মোটরসাইকেলসহ তাকে ঢাকা নিয়ে যায়। ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের গজারিয়া গ্রামের আমির হোসেনের ছেলে গ্রেফতারকৃত এস এম তুহিন রায়হান ওই ইউনিয়নের যুবলীগের আহ্বায়ক। তার কালীরবাজারে তুহিন এন্টারপ্রাইজ নামে একটি মোটরসাইকেলের গ্যারেজ রয়েছে।
ফরিদগঞ্জ থানা পুলিশের এসআই মনির হোসেন জানান, সম্প্রতি ঢাকা থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় দায়েরকৃত অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা ডিবি পুলিশ ঢাকা থেকে দুজন, মাদারীপুর জেলা থেকে একজন, বরিশাল থেকে একজন আটক করে। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী ঢাকা ডিবি পুলিশের সিনিয়র এএসপি মুকিত সরকারের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল চাঁদপুরের ফরিদগঞ্জের কালীরবাজারে অভিযান পরিচালনা করে।
এসময় এস এম তুহিন রায়হানকে আটকের পাশাপাশি তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৮টি মোটরসাইকেল উদ্ধার করে। পুলিশ আরও জানায়, তুহিন আন্তঃজেলা মোটরসাইকেল চোরাই চক্রের সদস্য।
ফরিদগঞ্জ থানা পুলিশের ওসি শাহ্ আলম মোটরসাইকেলসহ যুবলীগ নেতাকে আটকের কথা স্বীকার করেছেন।
এমএএস/আরআইপি