নববধূকে ধর্ষণ : সেই ছাত্রলীগ নেতা গ্রেফতার
বরিশালে নববধূকে ধর্ষণকারী উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন হোসেন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ৮টার দিকে বরিশাল নগরী থেকে তাকে গ্রেফতার করা হয়।
সুমন হোসেন মোল্লা বেতাল গ্রামের মৃত খবির উদ্দিন মোল্লার ছেলে এবং বানারীপাড়ার উপজেলা ছাত্রলীগের সভাপতি।
বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, সুমন হোসেন মোল্লা বরিশালে আত্মগোপনে ছিল। পরে বানারীপাড়া থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে নগরীর কালী বাড়ি রোড থেকে গ্রেফতার করা হয়।
ওসি মো. সাজ্জাদ হোসেন আরও জানান, অন্য আসামিদের গ্রেফতারের জন্য সুমন হোসেন মোল্লাকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বানারীপাড়া সার্কেলের এএসপি শাহাবুদ্দিন কবীর জানান, জিজ্ঞাসাবাদে সুমন ধর্ষণের কথা স্বীকার করেছে।
এর আগে রোববার বিকেলে ওই নববধূ বাদী হয়ে বানারীপাড়া থানায় মামলা করেন। মামলায় সুমন হোসেন মোল্লা ছাড়াও অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।
সাইফ আমীন/এএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বাঞ্ছারামপুর ইউএনও ফেরদৌস আরার ইন্তেকাল
- ২ ছয় বছরেই ব্যবহার অনুপযোগী দুই গুচ্ছগ্রামের শত পরিবারের বাসস্থান
- ৩ শিশির মনিরের নির্বাচনি সভায় বক্তব্য দিলেন সাবেক আ’লীগ নেতা
- ৪ স্ত্রীর স্বীকৃতি দাবিতে সন্তানদের নিয়ে ইউপি সদস্যের বাড়িতে ২ নারী
- ৫ আপিলেও ফেরেনি বিএনপির আইয়ুবের প্রার্থিতা, বৈধ হয়েছে ছেলের মনোনয়ন