কালকিনিতে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন
নেশার টাকা না পাওয়ায় কালকিনিতে মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন বাবা। খুনের ঘটনায় ঘাতক ছেলে কাওছার বেপারীকে (৩২) আটক করেছে পুলিশ। রোববার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহতের নাম লালমিয়া ওরফে লালু বোপরী (৫৫)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার সিডিখান গ্রামের কাওছার বেপারী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সে মাঝে মধ্যেই নেশার টাকার জন্য পরিবারের সদস্যদের মারধর করতেন।
রোববার সে তার বাবা লালমিয়ার কাছে মাদক সেবনের জন্য টাকা চায়। এ টাকা না দিতে চাইলে কাওছার ক্ষিপ্ত হয়ে লোহার রড দিয়ে বাবার মাথায় আঘাত করে। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল সেবাচিম হাসপাতালে নিয়ে নিয়ে যায়।এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ ঘটনায় কালকিনি থানার এসআই সঞ্জয় কুমার ঘাতক কাওছারকে আটক করেছে। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, বাবাকে খুনের অপরাধে ঘাতক ছেলে কাওছারকে আটক করা হয়েছে।
এমআরএম/এএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ