হাসপাতালে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে স্মারকলিপি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে হামলা, ভাঙচুর ও ডাক্তার-নার্সদের মারপিটের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। সোমবার বেলা ১টার দিকে বিএমএ`র এক প্রতিনিধি দল জেলা প্রশাসক মো. খলিলুর রহমানের কাছে এ স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপিতে তারা ভিডিও ফুটেজের মাধ্যমে সনাক্তকৃত এ ঘটনায় জড়িত মাওলানা মোর্তুজা এবং অন্যান্য হামলাকারীদের সাত দিনের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা, হাসপাতালের স্থাপনা, আসবাবপত্র ও যন্ত্রপাতি সংস্কার ও সরবরাহের মাধ্যমে চিকিৎসা সেবার পরিবেশ সৃষ্টি করা, হাসপাতাল সংলগ্ন অবৈধ স্থাপনাসমূহ ভেঙ্গে ফেলা, চিকিৎসা সেবায় সংশ্লিষ্ট সকলের জীবনের নিরাপত্তা বিধান নিশ্চিত করার দাবি জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে বিএমএ জেলা শাখার ডা. পরিমল সরকার, ডা. হুমায়ূন কবীর, ডা. আব্দুলাহ আল মাহমুদ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শুক্রবার একজন রোগী নিহত হওয়ার জের ধরে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। স্বাস্থ্য কমপ্লেক্স এবং কমপ্লেক্স এলাকায় অবস্থিত চিকিৎসকদের বাসভবনেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় এ সময়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পবিত্র কুণ্ডুসহ এ হামলায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। এ ঘটনার পর থেকে টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের সব ধরণের কর্মকাণ্ড বন্ধ রয়েছে। হাসপাতালের গেটের সামনে অবস্থান নিয়েছে পুলিশ।
এস, এম, হুমাযূন কবীর/এআরএ/আরআইপি