ফুফুকে হত্যার দায়ে ভাতিজার যাবজ্জীবন
প্রতীকী ছবি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দাবিকৃত ২০ হাজার টাকা না দেয়ায় ফুফু লায়লা বেগমকে (৭৫) শ্বাসরোধে হত্যার দায়ে ভাতিজা নান্নু সিকদারকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমনা করা হয়েছে। বুধবার বেলা ১টায় চাঁদপুরের জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ এ রায় দেন।
মৃত লায়লা বেগম জেলার মতলব উত্তর উপজেলার উত্তর নাওড়া গ্রামের মোবারক হোসেনের স্ত্রী। আসামি হাফেজ নান্নু সিকদার একই উপজেলার এখলাসপুর ইউনিয়নের নয়ানগর গ্রামের মৃত আব্দুল হাই সিকদারের ছেলে।
সরকার পক্ষের আইনজীবী (পিপি) মো. আমান উল্লাহ জানান, ২৬ জন সাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে নান্নুর অপরাধ প্রমাণিত হওয়ায় তার উপস্থিতিতে এ রায় দেয়া হয়।
সরকার পক্ষের সহকারী আইনজীবী (এপিপি) ছিলেন মো. মোক্তার আহম্মদ (অভি)। আসামি পক্ষের আইনজীবী ছিলেন শরীফ মাহমুদ সায়েম।
ইকরাম চৌধুরী/এএম/জেআইএম