ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নওগাঁয় কবি নজরুলের জন্মবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ২৫ মে ২০১৫

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মোৎসব উপলক্ষে নওগাঁয় আলোচনা, সঙ্গীত ও নিত্যানুষ্ঠান উদযাপিত হয়েছে। সোমবার সন্ধ্যায় শহরের মুক্তি কমিউনিটি সেন্টারে জেলা শিল্পকলা একাডেমি এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির সভাপতি ও নওগাঁ জেলা প্রশাসক মো. এনামুল হক। এসময় পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান খান, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, সাহিত্য গবেষক আতাউল হক সিদ্দিকী, মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার গোলাম সামাদানি, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক কায়েম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা কবি কাজী নজরুল ইসলামের কর্মময় জীবনের উপর আলোচনা করেন।

পরে রাত সাড়ে ৯টায় নজরুল সঙ্গীত ও নিত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আব্বাস আলী/একে