ইসলামপুরে ভটভটি চালককে কুপিয়ে হত্যা
জামালপুরের ইসলামপুর উপজেলায় ফারুক শেখ নামে এক ভটভটি চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার পাথরঘাটি ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। নিহত ফারুক শেখ ইসলামপুর পৌর এলাকার ভেঙ্গুরা গ্রামের এমাল শেখের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, ভটভটি চালক ফারুক শেখ (৩৫) সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি। ওই রাতেই ফারুককে পাথরঘাটি রেলওয়ে ব্রিজের পাশে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়। মঙ্গলবার সকালে এলাকাবাসী তার রক্তাক্ত মরদেহ দেখে ইসলামপুর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।
ইসলামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীন এ আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে নিহত ফারুককে হত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি বলে জানান তিনি।
শুভ্র মেহেদী/এসএস/পিআর