দৌলতপুরে টু-ষ্টার ম্যাচ ফ্যাক্টরিতে আগুন
ফাইল ছবি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা এলাকায় বায়েজিদ গ্রুপের টু-ষ্টার ম্যাচ ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে নার্গিস (২৫) নামে এক শ্রমিক দগ্ধ হয়েছেন। তাছাড়া এতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
ফায়ার সার্ভিস কুষ্টিয়ার সহকারী পরিচালক নুর হাসান আহমেদ জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে টু-ষ্টার ম্যাচ ফ্যাক্টরির হিটার রুমে অতিরিক্ত তাপের কারষে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ভেড়ামারা, কুষ্টিয়া ও মিরপুরের ৩ টি ইউনিট ঘটনাস্থলে যায়। তাদের দু-ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় আগুনে ঝলসে যায় নার্গিস নামের এক নারী শ্রমিক। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কারখানার শ্রমিক ও স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, বীমার টাকার জন্য সু-পরিকল্পিতভাবে ফ্যাক্টরি কর্তৃপক্ষ নিজেরাই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটান।
কারখানার পারচেজ অফিসার ইসরাফিল হোসেন দাবি করেন, অগ্নিকাণ্ডে ফ্যাক্টরির ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
আল-মামুন সাগর/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সৎ-যোগ্য নেতাকে ভোট দিতে বলায় খতিবকে মারতে গেলেন মুসল্লিরা
- ২ যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলার অভিযোগ
- ৩ ‘বিএনপিতে যত রাজাকার আছে, জামায়াতে তার দশ ভাগের এক ভাগও নাই’
- ৪ আমাদের করা মামলায় শত শত আসামি নেই: শফিকুর রহমান
- ৫ জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি, বিএনপি পরীক্ষিত দল: ফখরুল