ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ধসের আশঙ্কায় রাঙ্গামাটি-খাগড়াছড়ি যান চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি | প্রকাশিত: ১১:৩৩ এএম, ২৩ জুলাই ২০১৭

চালুর ৮ দিন পর রাঙ্গামাটি-মানিকছড়ি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়কে ফের যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। গত ১৩ জুন পাহাড়ধসে বিধ্বস্ত হওয়ায় সড়কটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়। 

এরপর মেরামতের ৩৩ দিনের মাথায় গত ১৫ জুলাই হালকা যান চলাচল খুলে দেয়া হয়। অবিরাম বৃষ্টিপাতে আবার ধসের আশঙ্কায় রোববার সকাল থেকে সাময়িকভাবে সড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। রাঙ্গামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকেশৗলী এমদাদ হোসেন এ কথা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৩ জুনের পাহাড়ধসের ঘটনায় রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কসহ জেলার অভ্যন্তরীণ সবগুলো সড়কে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্ন অংশে বিধ্বস্ত হওয়ায় রাঙ্গামাটি-মানিকছড়ি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়কটি সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। টানা মেরামতের পর ১৫ জুলাই হালকা যান চলাচল খুলে দেয়া হয়। শনিবার রাত থেকে অবিরাম বৃষ্টি হওয়ায় আবার ধসের আশঙ্কায় সাময়িকভাবে সড়কটিতে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। 

তিনি আরও জানান, রাঙ্গামাটি-মানিকছড়ি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়কের ৮ কিলোমিটার স্থানে কুতুকছড়ি খামারপাড়া হতে কিচিংপাড়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা বিধ্বস্ত হয়। ওই অংশের মেরামত করে হালকা যান চলাচলে উপযোগী করা হয়েছে। এছাড়া সড়কটির ২০ থেকে ২৫টি স্থানে মারাত্মক ধস হয়েছে। মেরামত অব্যাহত রয়েছে। বৃষ্টিপাতে আবার ধসের আশঙ্কা করা হচ্ছে বিধায় যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

সুশীল প্রসাদ চাকমা/এএম/পিআর