ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আখখেতে মিলল নিখোঁজ মাদরাসাছাত্রের গলাকাটা মরদেহ

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ০৭:০১ এএম, ২৫ জুলাই ২০১৭

শরীয়তপুরে নিখোঁজের দুইদিন পর ওসমান মাদবর (১৩) নামে এক মাদরাসাছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের উত্তর ভাষানচর গ্রামের নতুনহাট বাজারের উত্তর পাশের একটি আখখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওসমান মাদবর ওই গ্রামের ইদ্রিস মাদবরের ছেলে। সে পশ্চিম ভাষানচর নুমানিয়া কওমিয়া আরাবিয়া মাদরাসার ছাত্র।

পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ওসমান মাদবরের মা তাসিরুন বেগম বলেন, আমার তিন ছেলের মধ্যে ওসমান মেজো। আমাদের সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। আমার ছোট ছেলেও মাদরাসায় পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওসমান মাদবর গত রোববার বাড়িতে দুপুরের খাবার খেয়ে পশ্চিম ভাষানচর হাফিজিয়া মাদরাসা যাওয়ার পথে নিখোঁজ হয়। ওসমানকে না পেয়ে তার পরিবার প্রতিবেশী ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে। পরে সোমবার সন্ধ্যায় আংগারিয়া ইউনিয়নের উত্তর ভাষানচর গ্রামের নতুনহাট বাজারের উত্তর পাশের একটি আখখেতের পানিতে ওসমানের মরদেহ স্থানীয়রা ভাসতে দেখে। পরে স্থানীয়রা ওসমানের পরিবার এবং পালং মডেল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে সোমবার রাত ৮টার দিকে ওসমানের মরদেহটি উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরে মঙ্গলবার সকালে ময়নাতদন্ত করা হয়।

শরীয়তপুর সদর হাসপাতালের আরএমও’র দায়িত্বে থাকা ডা. সুমন কুমার পোদ্দার বলেন, ওসমানের মরদেহের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের চিকিৎসক ড. আকরাম এলাহী ও ডা. মাহবুবুল আরেফিন নোমানকে দায়িত্ব দেয়া হয়েছে।

ওসমানের মরদেহের ময়নাতদন্তকারী চিকিৎসক সদর হাসপাতালে মেডিকেল অফিসার ড. আকরাম এলাহী জানান, ওসমানের গলাকাটা ছিল। তার বাম চোখ উঠিয়ে নেয়া হয়েছে। কেটে দেয়া হয়েছে রক্তনালী ও শ্বাসনালী ।

এ ব্যাপারে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. এহসান শাহ বলেন, ঘটনাস্থল থেকে সোমবার রাতে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির গলাকাটা এবং বাম চোখ ওঠানো ছিল।

ছগির হোসেন/আরএআর/জেআইএম