নওগাঁয় জবাই করে গৃহবধূ হত্যা
নওগাঁ শহরের চকদেবপাড়ায় জোসনা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুর ২টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
নিহতের স্বামীর নাম আব্দুল লতিফ। তিনি নওগাঁ শহরের চকমুক্তারপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের চকদেবপাড়ার ফজলুর রহমানের বাসার নিচ তলায় ছয় মাস আগ থেকে জোসনা বেগম ও তার স্বামী রিকশাচালক আব্দুল লতিফ ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। বেশি ভাগ সময় জোসনা বেগম একা থাকতেন। বুধবার দুপুরে জোসনা বেগম রান্না করছিলেন। এমন সময় কে বা কারা ঘরের মধ্যে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে চলে যায়। দুপুর ১টার দিকে স্থানীরা জোসনা বেগমের জবাই করা মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়।
এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চেক জালিয়াতি মামলায় ওয়ারেন্টভুক্ত বিএনপি নেতা গ্রেফতার
- ২ মানিকগঞ্জে আগুনে পুড়লো বিআইডব্লিউটিএ’র গোডাউন
- ৩ রেললাইনে আগুন দিয়ে ৫ ঘণ্টা অবরোধ বিএনপি নেতাকর্মীদের, চরম দুর্ভোগ
- ৪ স্বামীকে হত্যাসহ ১০ মামলার আসামি আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার
- ৫ ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ