সিলেটে বালু বাণিজ্য : হুমকিতে সেতু, গ্যাস-বিদ্যুৎ লাইন
সিলেট কারাগার স্থানাস্তর স্থল বাদাঘাটে নিয়মনীতি অমান্য করে অনেকটা বেপরোয়া বালু বাণিজ্য শুরু হয়েছে। এ কারণে বাদাঘাট সেতুর এপ্রোচ সড়কের একাংশ পড়েছে হুমকিতে। এছাড়া অনুমতি না নিয়েই সেতুর পাশে খনন যন্ত্র দিয়ে সরকারি মাটি কেটে বিক্রি করার কাজ চলছে।
সিলেট সদর উপজেলার বাদাঘাট সেতু সংলগ্ন কেন্দ্রীয় কারাগারের সামনে সড়ক ও জনপদের পূর্বপাশের জায়গায় সরকারি ভরাটকৃত মাটি কেটে সবাড় করছে একটি প্রভাবশালী মহল। মাটি কাটার কারণে হুমকির মুখে চলে যাচ্ছে বাদাঘাট সেতু।
ইতিমধ্যে সেতুর দুই পাশে ভাঙনের সৃষ্টি হয়েছে। আর যে জায়গা থেকে মাটি কাটা চলছে, ওই মাটির নিচ দিয়ে যাওয়া গ্যাস লাইনও বেড়িয়ে গেছে। ওই স্থানে থাকা বিদ্যুতের খুঁটি হেলে গেছে। যে কোনো সময় গ্যাস লাইন বিস্ফোরণে কিংবা বিদ্যুতের খুঁটি পড়ে বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয়রা।
সড়ক ও জনপদ সিলেট অফিস সূত্রে জানা যায়, বাদাঘাট সেতুর পূর্বপাশে সেতুর ভিত্তি টিকিয়ে রাখতে সড়কে প্রায় ৯০ ফুট নিজস্ব জায়গায় মাটি ভরাট করা হয়। ওই মাটির নিচ দিয়েই গ্যাস লাইন টানা হয়েছে। ওই স্থানে বিদ্যুতের খুঁটিও রয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কের জায়গার ওপরে রয়েছে সিলেট বিদ্যুৎ বিভাগের একটি খুঁটি। আর ওই খুঁটি থেকে বাদাঘাট এলাকাবাসী বিদ্যুতের লাইন টেনে সেবা নিচ্ছেন। সড়ক বিভাগের জায়গায় ভরাটকৃত মাটির নিচ দিয়েই গ্যাস লাইন নেয়া হয়েছে ওই এলাকায়। এখন ওই স্থানে প্রভাবশালী মহলের সাইনবোর্ডও সাটানো রয়েছে। ওই মহল জায়গার মাটি কেটে অন্যত্র বিক্রি করছে।
মাটি কাটার কারণে গ্যাস লাইন মাটির নিচ থেকে বেড়িয়ে যাওয়ার পাশাপাশি হেলে গেছে বিদ্যুতের খুঁটি। একই সঙ্গে হুমকির মুখে পড়েছে বাদাঘাট সেতুটি। সেতুর পূর্ব পাশে সাটানো সাইনবোর্ডে লেখা রয়েছে ভূমির মালিক ‘শাহিন আহমদ গং’।
স্থানীয়রা জানান, শাহিন আহমদ নামের ওই ব্যক্তি সরকারি মাটি খননযন্ত্র দিয়ে কাটাচ্ছেন। তা বিক্রিও করছেন। ইতিমধ্যে প্রায় দুই লাখ ফুট মাটি বিক্রি করা হয়েছে। সাটানো সাইনবোর্ড থেকে শাহিনের মোবাইল ফোন নাম্বার নিয়ে তাঁর সঙ্গে আলাপ করা হলে তিনি দাবি করেন, আমি সরকারি জায়গায় মাটি কাটছি না। এ জায়গাটি আমার পৈত্রিক সম্পত্তি। এখানে আমাদের ১২০ শতক ভূমি রয়েছে।
মাটি কাটার কথা স্বীকার করে তিনি বলেন, যদি মাটি কাটার কারণে সরকারের কোনো রকম ক্ষতি হয়, তিনি তা পূরণ করে দেবেন। শাহিন নিজেকে বালু-বাণিজ্যের প্রভাব বিস্তারে যুবলীগ নেতা বলেও পরিচয় দেন। তবে তিনি যুবলীগের কেউ নন। শাহিন জানান, তিনি সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি।
মাটি কাটার কারণে সেতু হুমকির মুখে রয়েছে আর বিদ্যুতের খুঁটি হেলে গেছে, গ্যাস লাইনের পাইপ বেড়িয়ে গেছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বৃষ্টির কারণে মাটি ধ্বসে গ্যাস লাইন বেড়িয়ে গেছে। আর বিদ্যুতের খুঁটি আগের মতোই রয়েছে।
তিনি আরো বলেন, একটি প্রভাবশালী মহল ওই স্থানে অবৈধভাবে বালু উত্তোলন করছিল, তিনি তার প্রতিবাদ করেছেন। জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন। যার কারণে প্রতিপক্ষরা তাঁর ক্ষতি করতে এখন ষড়যন্ত্র করছে।
সিলেট জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম জানান, ‘বাদাঘাট সেতুর এপ্রোচ টিকিয়ে রাখতে সড়ক বিভাগের পক্ষ থেকে মাটি ভরাট করা হয়েছে। আর ওই মাটি যদি কেউ চুরি করে কেটে থাকে অবশ্যই তার ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
জালালাবাদ গ্যাস পাইপলাইন কনস্ট্রাকশনের জিএম শুয়েব আহমদ মতিন জানান, ‘গ্যাসের পাইপলাইন যদি বেড়িয়ে যায়, আর তা যদি কোনোভাবে কেটে যায়, কিংবা কেটে ফেলা হয়, তাহলে বড় ধরণের বিপদ ঘটতে পারে। বিষয়টি আমরা অবগত ছিলাম না আজই ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’
সিলেট বিদ্যুৎ বিতরণ কেন্দ্র-১ এর নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন জানান, ‘বাদাঘাট সেতুর পূর্বপাশের বিদ্যুতের খুঁটিটি সড়ক ও জনপদের জায়গায়। মাটি কাটার কারণে যদি বিদ্যুতের খুঁটি হেলে যায়, তাহলে বড় ধরণের বিপদ ঘটার পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা থেকে যায়।
তিনি আরো বলেন, `আগামীকালই ঘটনাস্থল পরিদর্শন করা হবে। যদি ওই এলাকা আমাদের আওতায় থেকে থাকে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করব। তবে পল্লী বিদ্যুতের এলাকা হলে বিষয়টি তারা দেখবে।’
সিলেট সড়ক ও জনপদ বিভাগের সার্ভেয়ার আমজাদ হোসেন জানান, সেতুর এপ্রোচ টিকানোর জন্য সড়ক ও জনপদের প্রায় ৯০ ফুট জায়গায় মাটি ভরাট করা হয়েছিল।
ছামির মাহমুদ/এআরএ/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চেক জালিয়াতি মামলায় ওয়ারেন্টভুক্ত বিএনপি নেতা গ্রেফতার
- ২ মানিকগঞ্জে আগুনে পুড়লো বিআইডব্লিউটিএ’র গোডাউন
- ৩ রেললাইনে আগুন দিয়ে ৫ ঘণ্টা অবরোধ বিএনপি নেতাকর্মীদের, চরম দুর্ভোগ
- ৪ স্বামীকে হত্যাসহ ১০ মামলার আসামি আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার
- ৫ ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ