রাজশাহীতে নকল সিগারেট কারখানার সন্ধান
রাজশাহীতে বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব। বুধবার দুপুরে পবা উপজেলার বাগসারা এলাকায় অবস্থিত ওই কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সিগারেট, তামাক ও সিগারেট তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় আটক করা হয় কারখানার আট শ্রমিককে। পরে ভ্রাম্যমান আদালত জব্দ করা মালামাল ধ্বংস করে। তবে কারখানার মালিক ও ব্যবস্থাপক পলাতক রয়েছে।
আটক কর্মচারীরা জানায়, ওই কারখানায় গোল্ডলিফ, চার্ম স্পেশালসহ দেশি-বিদেশি নামি-দামি ব্র্যান্ডের সিগারেট তৈরি হতো। দীর্ঘদিন ধরেই এ কাজগুলো করতো ওই কারখানার মালিক। সিগারেটগুলো রাজশাহীসহ দেশের বিভিন্ন বাজারে বিক্রি করা হতো। এতে রাজস্ব আয় থেকে বঞ্চিত হতো সরকার।
র্যাব-৫ এর রেলওয়ে কলোনি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জামান জানান, ভ্রাম্যমাণ আদালতের বিচারক নিলুফার ইয়াসমিন ও আমিনুল ইসলামের নেতৃত্বে এক দল র্যাব বুধবার দুপুরে পবার বাগসারা এলাকায় অভিযান চালায়। এ সময় নকল সিগারেট তৈরির ওই কারখানা থেকে ৭২ বস্তা তামাক, ২৮ বস্তা সিগারেটের সলতা (যার পরিমাণ প্রায় ৩৬ লাখ), ৫ লাখ পিস গোল্ড লিফ ও শফিক গোল্ডের লেভেল, চার লাখ পিস চার্ম স্পেশাল সিগারেটের লেভেল, সিগারেট তৈরির যন্ত্রপাতিসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। এ সময় আটক করা হয় সাত কর্মচারীকে।
র্যাবের পরিস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ওই করখানার মালিক ও ব্যবস্থাপক। এই রিপোর্ট লেখা পর্যন্ত আটক সাত কর্মচারীর পরিচয় পাওয়া যায়নি।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নিলুফার ইয়াসিমন জানান, সিগারেট তৈরির মালামালগুলো আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। তবে যন্ত্রপাতিগুলো জব্দ করে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
শাহরিয়ার অনতু/এআরএ/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চেক জালিয়াতি মামলায় ওয়ারেন্টভুক্ত বিএনপি নেতা গ্রেফতার
- ২ মানিকগঞ্জে আগুনে পুড়লো বিআইডব্লিউটিএ’র গোডাউন
- ৩ রেললাইনে আগুন দিয়ে ৫ ঘণ্টা অবরোধ বিএনপি নেতাকর্মীদের, চরম দুর্ভোগ
- ৪ স্বামীকে হত্যাসহ ১০ মামলার আসামি আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার
- ৫ ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ