ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হামে আক্রান্ত আরও ৫ শিশু হাসপাতালে

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:২৪ এএম, ২৭ জুলাই ২০১৭

চট্টগ্রামের সীতাকুণ্ডের ত্রিপুরা পাড়ার আরও পাঁচ শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। জ্বর অনুভব করায় বুধবার (২৬ জুলাই) তাদের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) ভর্তি করা হয়।
চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী জানান, শিশুরা জ্বর অনুভব করলে তাদের হাসপাতালে আনা হয়। এখন হাসপাতালে চিকিৎসাধীন মোট শিশুর সংখ্যা ১৬। এর মধ্যে পাঁচ জন ফৌজদারহাটের বিআইটিআইডিতে এবং অন্যরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরও বলেন, এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ১১৫ জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৯৯জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

উল্লেখ্য, জ্বর, শরীরে ফুসকুড়ি, কাশি, পাতলা পায়খানাসহ অন্যান্য উপসর্গে আক্রান্ত হয়ে গত ৮ থেকে ১২ জুলাইয়ের মধ্যে ত্রিপুরা পাড়ার ৯ শিশু মারা যায়। নিহতদের বয়স ছিল ১০ বছরের কম। প্রথমে রোগটিকে অজ্ঞাত হিসেবে ঘোষণা করে সিভিল সার্জন। পরে আক্রান্ত শিশুদের রক্ত ও প্রস্রাবের নমুনা পরীক্ষা করে জানা যায়, তারা হামে আক্রান্ত হয়েছিল। ত্রিপুরা পাড়ায় টিকাদান কর্মসূচি না থাকার পাশাপাশি তীব্র অপুষ্টির কারণেই রোগটি মহামারী হিসেবে ছড়িয়ে পড়ে।

এএইচ/পিআর

আরও পড়ুন