যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
যশোরের কেশবপুর থেকে অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার মঙ্গলকোট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের মাথায় গুলি লেগেছে বলে জানিয়েছে পুলিশ।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, শুক্রবার ভোর ৪টার দিকে কেশবপুর উপজেলার মঙ্গলকোট-কেদারপুর এলাকার ব্রিজের পাশে দু’দল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধ হয়। শুক্রবার সকালে সেখানে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে গুলিবিদ্ধ এক যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আনোয়ার হোসেন আরও জানান, পুলিশ এখনও নিহতের নাম পরিচয় জানতে পারেনি। ময়নাতদন্তের জন্যে তার মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মিলন রহমান/এফএ/এমএস