সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সন্ত্রাসীরা সবসময় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের কারণে বাংলাদেশ সন্ত্রাসমুক্ত, উন্নত ও আধুনিক রাষ্ট্র হিসেবে সারা বিশ্বের কাছে পরিচিতি পেয়েছে। এ লড়াই অব্যাহত আছে এবং থাকবে।
শনিবার দুপুরে নওগাঁর আত্রাই উপজেলা রবীন্দ্র পতিসর কাচারিবাড়ী পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি একথা বলেন।
পলক আরও বলেন, মানুষ প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি আস্থাশীল থেকে জঙ্গি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশে একটি জঙ্গি-সন্ত্রাসমুক্ত ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠবে। যারা একটি প্রগতিশীল ও অসম্প্রদায়িক সমাজ ব্যবস্থা গড়ে তুলবে। একটি প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তুলবে। আগামীতে মধ্যম আয়ের ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠবে।
এর আগে পতিসরে অবস্থিত জেলা পরিষদ ডাক বাংলোতে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। সেখানে আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকতা মোখলেছুর রহমান, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক সুমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তাফা বাদল, চেয়ারম্যান আল্লামা শেরই বিপ্লব প্রমুখ।
পরে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক রবীন্দ্র কাচারিবাড়ী জাদুঘর ঘুরে দেখেন।
আব্বাস আলী/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুমিল্লায় প্রতীক বরাদ্দের দিনই শোডাউন, প্রার্থীকে জরিমানা
- ২ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ৩ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৪ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৫ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার