ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নওগাঁয় মাদকের মামলায় একজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০৯:৪৯ এএম, ৩০ জুলাই ২০১৭

নওগাঁয় মাদকের মামলায় আব্দুর রহমান (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. মজিবুর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুর রহমান জেলার নিয়ামতপুর উপজেলার গন্ধশাইল গ্রামের গিয়াস উদ্দিন মণ্ডলের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫/০৮/২০১৪ সালে আসামি আব্দুর রহমান মোটরসাইকেল যোগে নওগাঁ-রাজশাহী মহাসড়ক ধরে নওগাঁর দিকে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার জলছত্র মোড় নামকস্থানে তাকে দাঁড়ানোর জন্য সংকেত দেয়া হয়। তিনি সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টা করেন। পরে তাকে ধাওয়া করে হাতেনাতে আটক করা হয়। তার শরীরে বিশেষভাবে রাখা পলিথিনের প্যাকেটে ১০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। পরে তার বিরুদ্ধে মান্দা থানায় একটি মামলা দায়ের করা হয়।

দীর্ঘ শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ১৯(১) এর টেবিলের ১ (খ) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় বিজ্ঞ বিচারক এ রায় দেন।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. আব্দুল বাকী এবং আসামিপক্ষে অ্যাডভোকেট মো. মঞ্জুরুল হক মামলাটি পরিচালনা করেন।

আব্বাস আলী/আরএআর/পিআর