ঝালকাঠিতে বিএনপির ২০ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন
প্রতীকী ছবি
ঝালকাঠিতে গাড়ি পোড়ানোর অভিযোগে পুলিশের দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুরসহ ২০ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। রোববার দুপুরে ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক আসামিদের উপস্থিতিতে চার্জ গঠন করেন।
আসামিপক্ষের আইনজীবী ফয়সাল খান জানান, আদালতে আসামিদের বিরুদ্ধে সরকারি কৌঁসুলি আবদুল মান্নান রসুল অভিযোগ পড়ে শোনালে আসামিরা নিজেদের নির্দোশ দাবি করেন। বিচারক আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে আগামী ১৪ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের জন্য পরবর্তী দিন ধার্য করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২১ জানুয়ারি রাতে ঝালকাঠি সদর উপজেলার কল্যাণকাঠি এলাকায় একটি যাত্রীবাহী ম্যাজিক গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় পরের দিন ঝালকাঠি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বাদী হয়ে ঝালকাঠি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, সদর উপজেলা বিএনপির সভাপতি সরদার এনামুল হক এলিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শামীম তালুকদার, জেলা ছাত্রদলের আহ্বায়ক সরদার সাফায়াত হোসেন ও যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাজুসহ ১৮ জন নেতাকর্মীর নামে মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত শেষে ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি এসআই ইদ্রিস আলী মৃধা আরও দুজনের নাম অন্তর্ভুক্ত করে ২০ জনের নামে আদালতে চার্জশিট দেন।
আতিকুর রহমান/আরএআর/পিআর