শিক্ষার্থীদের স্মার্টফোন হাতুড়ি দিয়ে ভাঙলেন শিক্ষক
নওগাঁর বদলগাছী উপজেলায় শ্রেণিকক্ষে মোবাইল নিয়ে প্রবেশ করার অপরাধে শিক্ষার্থীদের মোবাইল ফোন হাতুড়ি দিয়ে ভেঙে দিয়েছেন প্রধান শিক্ষক।
রোববার বেলা ১১টায় উপজেলা সদর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ সিংহ ছয়টি মোবাইল ফোন হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে দিলেন।
খোঁজ নিয়ে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক দীর্ঘদিন থেকে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে মোবাইল ফোন না নিয়ে আসার জন্য বার বার নিষেধ করা হয়।
তা সত্ত্বেও কয়েকজন শিক্ষার্থী গোপনে বিদ্যালয়ে মোবাইল ফোন নিয়ে আসে। অবশেষে বিদ্যালয়ের শিক্ষকদের সম্মতিক্রমে প্রধান শিক্ষক সুরেশ সিংহের নেতৃত্বে সকাল ১০টায় শ্রেণিকক্ষে অভিযান চালানো হয়। এ সময় শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও দেহ তল্লাশি করে ছয়টি মোবাইল উদ্ধার করা হয়।
উদ্ধারের পর সকল শিক্ষকদের সিদ্ধান্তে প্রকাশ্যে বিদ্যালয় চত্বরে প্রধান শিক্ষক হাতুড়ি দিয়ে পিটিয়ে ওই ছয়টি মোবাইল ফোন ভেঙে ফেলেন। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের সতর্ক করে দেয়া হয়। বিদ্যালয় চলাকালীন সময়ে কোনো শিক্ষার্থী যেন বিদ্যালয়ে মোবাইল না নিয়ে আসে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ সিংহ বলেন, এর আগে ৭-৮ বার শিক্ষার্থীদের কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার করে অভিভাবকদের কাছে সেগুলো দেয়া হয়েছে। বিদ্যালয়ে মোবাইল ফোন নিয়ে আসায় ক্লাস চলাকালীন সময় ফোন বেজে উঠে। এতে শিক্ষার্থীদের মনযোগ নষ্ট হয় ও পড়াশুনার বিঘ্ন ঘটে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মোবাইলের মেমোরি কার্ড থেকে আজেবাজে ভিডিও ও ছবি উদ্ধার করা হয়। বিষয়টি মাথায় রেখে অনেক আগে থেকে সতর্ক করা হয়েছিল। তা সত্ত্বেও শিক্ষার্থীরা মোবাইল ফোন নিয়ে আসে। তবে এ বিষয়ে অভিভাবকদের পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি।
আব্বাস আলী/এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুমিল্লায় প্রতীক বরাদ্দের দিনই শোডাউন, প্রার্থীকে জরিমানা
- ২ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ৩ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৪ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৫ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার