ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

১০ দিন বিচ্ছিন্ন থাকবে দিনাজপুর-ফুলবাড়ী

প্রকাশিত: ১০:১৯ এএম, ২৯ মে ২০১৫

দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের আমবাড়ী হাট ইছামতি নদীর বেইলি ব্রিজ ভেঙ্গে পড়ায় দিনাজপুর-ঢাকা রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। আগামী ১০ দিনের আগে ব্রিজটি নির্মাণ করা সম্ভব নয়। তাই দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়ক দিয়ে যানবাহন চলাচলও ১০ দিন বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

যানবাহন গুলো বিকল্প রাস্তা দিয়ে ৮ থেকে ১০ কিলোমিটার পথ ঘুরে চলাচল করছে। অপরদিকে উদ্ধার কর্মীরা সারা রাত ও দিন উদ্ধার কার্যক্রম চালিয়ে দুর্ঘটনা কবলিত একটি কোচ, একটি ট্রাক ও একটি ট্রাক্টর উদ্ধার করেছে। এখনো পাথর ও টমেটো বোঝাই দুটি ট্রাক নদীতে পড়ে রয়েছে।

ফায়ার সার্ভিসের ৫৫ জন সদস্য অভিযান চালিয়ে ঢাকাগামী নাইট কোচ, ১টি ট্রাক ও ট্রাক্টরটি উদ্ধার করেছে।

রংপুর, দিনাজপুর জেলার সদর উপজেলা, বিরামপুর এবং ফুলবাড়ী উপজেলার ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট উদ্ধার কাজে অংশ নিয়েছে।

শুক্রবার ভোর ৬টায় বগুড়া থেকে পুলিশের একটি র‌্যাকার, সড়ক বিভাগের একটি র‌্যাকার ও একটি ক্রেন এসে সকাল ৯ টায় উদ্ধার কার্যক্রম শুরু করেছে।

এদিকে বৃহস্পতিবার রাতে প্রচণ্ড ঝড়ো হাওয়া এবং মুষলধারে বৃষ্টি হওয়ায় রাত ২টা থেকে ভোর পর্যন্ত উদ্ধার কাজ ব্যাহত হয়।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক লিয়াকত আলী জানান, ঘটনার পরপরই তারা খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। তিনি জানান, হানিফ পরিবহনের যাত্রীরা নিরাপদে উঠে এসেছে। কোন হতাহত খবর এখনো পাওয়া যায়নি। ইতোমধ্যে আমরা দুর্ঘটনা কবলিত কোচ, একটি ট্রাক্টর ও একটি ট্রাক উদ্ধার করতে পেরেছি।

দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের ফুলবাড়ী ডিভিশনের উপ-সহকারী প্রকৌশলী কানাই চন্দ্র দেবনাথ জানান, সড়ক ও জনপথ বিভাগ, ফায়ার সার্ভিস, বিজিবি ও পুলিশ মিলে যৌথভাবে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। উদ্ধার কাজ শেষ হলে এই বেইলি ব্রিজটি নতুন করে নির্মাণ করতে হবে। তাই দিনাজপুর-ফুলবাড়ী হয়ে যানবাহন চলাচল শুরু হতে কমপক্ষে ১০ দিন সময় লাগবে।

কেন ব্রিজটি ভেঙ্গে পড়লো জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগের ফুলবাড়ী ডিভিশনের উপ-সহকারী প্রকৌশলী কানাই চন্দ্র দেবনাথ জানান, একই সাথে এতগুলো যানবাহন মালামাল নিয়ে ব্রিজের উপর উঠে যাওয়ায় লোড (ভার) সইতে না পেরে ব্রিজটি ভেঙ্গে পড়েছে।

দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী জানান, ব্রিজটি ভেঙ্গে পড়ায় বিকল্প পথে ৮ থেকে ১০ কিলোমিটার ঘুরে চিরিরবন্দর ও পার্বতীপুর হয়ে যানবাহন চলাচল করছে।

বৃহস্পতিবার রাত সোয়া ৮টায় দিনাজপুর-ফুলবাড়ী সড়কের পার্বতীপুর উপজেলার মোস্তাফাপুর ইউনিয়নের আমবাড়ী হাটে ইছামতি নদীর বেইলি ব্রিজ ভেঙ্গে এ দুর্ঘটনা ঘটে।

এমদাদুল হক মিলন/এসএইচএস/পিআর