ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হবিগঞ্জে ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত

জেলা প্রতিনিধি | হবিগঞ্জ | প্রকাশিত: ০৫:০২ এএম, ০৩ আগস্ট ২০১৭

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আলোচিত ডাকাত সর্দার সাইফুল ইসলাম ঝিলিকী পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার বানিয়াচং-শিবপাশা রোডের আঞ্জন এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঝিলকীর মৃত্যুর খবরে এলাকায় এলাকায় স্বস্থি নেমে এসেছে।

ঘটনাস্থল থেকে ১টি পাইপ গান, ৩ রাউন্ড কার্তুজ, ৮টি গুলির খোসা, ৪টি রামদা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

পুলিশ জানায়, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কাগাপাশা ইউনিয়নের ইউসুফপুর গ্রামের ইছমত মিয়ার নির্জন বাড়ি থেকে কুখ্যাত ডাকাত সাইফুল ইসলাম ঝিলকী (৩২) ও তার সহযোগী যাত্রাপাশা গ্রামের আ. কুদ্দুছের ছেলে মন্তাজ মিয়াকে আটক করে।

পরবর্তীতে সাইফুল ইসলাম ঝিলকীর দেওয়া তথ্যমতে তাকেসহ বানিয়াচং থানার ওসি মোজাম্মেল হকের নেতৃত্বে একদল পুলিশ রাতে অবৈধ অস্ত্র উদ্ধার ও সহযোগী ডাকাতদের গ্রেফতার করার জন্য বানিয়াচং শিবপাশা রোডের আঞ্জন এলাকায় অভিযানে যায়। এসময় আঞ্জনদিঘীর পাড় সংলগ্ন ব্রিজের উপর পৌঁছামাত্র রাস্তার দুইপাশ থেকে ঝিলকীর সহযোগী সশস্ত্র ডাকাত দল রাস্তা ব্যারিকেড দেয় এবং ঝিলকীকে ছিনিয়ে নিতে এলোপাথাড়ি গুলি করে। পুলিশও ১৫ রাউন্ড শর্টগানের কার্তুজ ফায়ার করে।

এক পর্যায়ে সহযোগী ডাকাতদের গুলিতে ঝিলকী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। গুরুতর আহত ঝিলকীকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ডাকাত সাইফুল ইসলাম ঝিলকীর বিরুদ্ধে ১টি হত্যা মামলা, ৪টি ডাকাতি মামলা, ১টি চুরির মামলা ও ৪টি দ্রুত বিচার আইনের মামলা রয়েছে। তার বিরুদ্ধে ৮টি গ্রেফতারি পরোয়ানা বানিয়াচং থানায় মুলতবী রয়েছে।

এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন জানান, সাইফুল ইসলাম ঝিলকি এলাকার ত্রাস ছিল। এর আগেও তাকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের সঙ্গে তার বন্দুকযুদ্ধ হয়। তবে বুধবার বিকেলে তাকে কৌশলে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে বানিয়াচং উপজেলার আলোচিত ডাকাত ঝিলকিকে গ্রেফতারের পর উপজেলার কাগপাশা গ্রাম থেকে তার অন্যতম সহযোগী আরও ২ ডাকাতকে আটক করেছে জনতা। বুধবার রাত ৮টার দিকে এ আটকের ঘটনা ঘটে। এ সময় জনতা ডাকাতদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

আটকরা হলেন, বানিয়াচং উপজেলার আতুকুড়া গ্রামের আব্দুস সত্তারের ছেলে আজম (৩৫) ও একই উপজেলার পাহাড়পুর গ্রামের আব্দুস সালামের ছেলে মনু মিয়া (৩৩)।

পুলিশ জানায়, কাগপাশা ইউনিয়নের ইউসুফপুর গাংপাড় গ্রামের নুর আলীর বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধ থানায় একাধিক মামলা রয়েছে। তাদেরকে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এখলাসুর রহমান খোকন/এফএ/পিআর

আরও পড়ুন