ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাকে হত্যার বর্ণনা দিলো ছেলে!

জেলা প্রতিনিধি | নরসিংদী | প্রকাশিত: ০১:৫৭ পিএম, ০৫ আগস্ট ২০১৭

নরসিংদী শহরের মধ্য কান্দাপাড়ায় দিনদুপুরে গৃহবধূ দীপ্তি রানী ভৌমিককে (৪৫) গলাকেটে হত্যার দায় স্বীকার করেছেন তারই স্কুলপড়ুয়া ছেলে প্রিতম। রাগ আর ক্ষোভে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় প্রিতম।

শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে আদালত সূত্র জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় নরসিংদী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনীসা রায়ের আদালতে এ জবানবন্দি রেকর্ড করা হয়। তবে নিজ মাকে হত্যার বিষয়ে দেয়া জবানবন্দি বিশ্বাস করতে নারাজ মামলার বাদী।

নিহতের পরিবার বলছেন, সন্তান কখনো তার মাকে হত্যা করতে পারে না। দিনদুপুরে প্রকাশ্য এ হত্যাকাণ্ড ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সেই সঙ্গে প্রিতমকে পিটিয়ে ইলেকট্রিক শক দিয়ে হত্যার দায় স্বীকার করতে বাধ্য করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডকে নিয়ে ধূম্রজাল তৈরি করা হচ্ছে বলেও দাবি করেন পরিবার।

পুলিশ ও আদালতে সূত্রে জানা যায়, নিহত দিপ্তি ভৌমিকের ছেলে প্রিতম। সে সাঠির পাড়া কলি কুমার উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। ঘটনার দিন তার ইংরেজি পরিক্ষা ছিল।

পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পর নিহত মা দিপ্তি ভৌমিক পরীক্ষার কেমন হয়েছে জানতে চায়। পরীক্ষা ভালো না হওয়ায় মা তার ছেলে প্রিতমকে গালমন্দ করেন।

একপর্যায়ে প্রিতমকে মারধর করা হয়। ওই সময় নিহত দিপ্তি ভৌমিক ছেলেকে বাসা থেকে বের হয়ে যেতে বলেন। এতে প্রিতম উত্তেজিত হয়। পরে রান্না ঘর থেকে বটি এনে মাকে জবাই করে হত্যা করে।

কিছুক্ষণ পর তার বোন জামাই ও মামালার বাদী নয়ন সাহাকে মায়ের মুত্যুর সংবাদ জানায়। তাকে বলা হয়, কে-বা কারা-যেন মাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছেন।

গত ৮ জুলাই বেলা ২টার দিকে পৌর শহরের মধ্যকান্দাপাড়া মহল্লার গোপীনাথ জিউর আখড়াধাম সংলগ্ন এলাকায় নিজ বাসায় খুন হয় দিপ্তি ভৌমিক।

দিপ্তি ভৌমিক শহরের হরিপদ সাহার বহুতল ভবনের পঞ্চম তলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তার স্বামী প্রদীপ ভৌমিক শেখেরচর বাজারে কাপড়ের ব্যবসা করেন।

ঘটনার দিন সকালেই স্বামী প্রদীপ ভৌমিক তার ব্যবসার কাজে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপরই তার ছেলে পরীক্ষা দিতে স্কুলে চলে যায়। দুপুর ১টার পর বাসায় ফিরে পরীক্ষা নিয়ে বাক-বিতণ্ডায় মাকে গলাকেটে হত্যা করে।

সঞ্জিত সাহা/এএম/আরআইপি

আরও পড়ুন