ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিএনপি সভাপতিকে তুলাধোনা করলেন তৃণমূল নেতাকর্মীরা

জেলা প্রতিনিধি | রাঙামাটি | প্রকাশিত: ০২:৪২ পিএম, ০৫ আগস্ট ২০১৭

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় নিজ এলাকায় দলীয় সভায় জেলা বিএনপি সভাপতি মো. শাহ আলমকে প্রকাশ্য তুলাধোনা করেছেন তৃণমূল নেতাকর্মীরা।

তাদের অভিযোগ, সরকার দলীয় নেতাদের সঙ্গে হাত মিলিয়ে রাঙ্গামাটিতে বিএনপিকে ধ্বংস করতে শাহ আলম গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। এ জন্য গ্রুপিং সৃষ্টি করে দলের নেতাকর্মীদের মধ্যে বিভেদ ও বিভক্তির অপচেষ্টা করছেন তিনি।

বিনিময়ে ক্ষমতাসীনদের কাছ থেকে আদায় করছেন ঠিকাদারি, ব্যবসা বাণিজ্য ও চাকরিসহ বিভিন্ন সুবিধা। জেলা বিএনপির সভাপতি থাকার সুবাদে ক্ষমতাসীন দলের দোসর হয়ে কাজ করছেন তিনি।

শনিবার বাঘাইছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উপলক্ষে অনুষ্ঠিত সভায় বক্তারা এসব কথা বলেন।

উপজেলা সদরের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিশ্রামাগারের প্রাঙ্গণে অনুষ্ঠিত দিনব্যাপী সভায় প্রধান অতিথি হিসেবে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

বাঘাইছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও রাঙ্গামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো ও জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া।

এছাড়া বাঘাইছড়ি উপজেলার সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম বাহারি, সাবেক মেয়র মো. আলমগীর কবির, স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা ছিদ্দিক আলী, যুবদল নেতা আবদুল হালিম, উপজেলা ছাত্রদলের সভাপতি শাহ আলম, উপজেলা জিয়া পরিষদের নেতা আলোক বিকাশ চাকমা ও জালাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন যুবদল নেতা মো. শাহজাহান চৌধুরী।

বক্তারা দলের জেলা সভাপতি মো. শাহ আলমের বিরুদ্ধে ক্ষমতাসীন দলের এজেন্ডা বাস্তবায়ন করছেন বলে উল্লেখ করে তার সেসব কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করেন।

তারা বলেন, সামনে জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীকে দুর্বল করে আওয়ামী লীগ প্রার্থীকে জেতাতে শাহ আলম গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তিনি বর্তমানে বিনিময়ে পাওয়া ৫০ কোটি টাকার ঠিকাদারি কাজ করছেন।

এছাড়া জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার শাহ আলমের ছেলেকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে চাকরি দিয়েছেন। তারা শাহ আলমকে হুঁশিয়ারি দিয়ে বলেন, এখনও সময় আছে, ষড়যন্ত্র বন্ধ করে দলীয় প্রার্থীর পক্ষে এবং দলকে শক্তিশালী করতে কাজ করুন। অন্যথায় পরিণতি খুব ভয়াবহ হবে। শাহ আলমকে তার নিজ বাড়ির এলাকা বাঘাইছড়িতেও যেতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।

সুশীল প্রসাদ চাকমা/এএম/জেআইএম