ঝিনাইদহে বিশেষ অভিযানে গ্রেফতার ৬৯
ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত জেলার ৬ উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয়েছে বেশকিছু মাদকদ্রব্য।
রোববার দুপুরে ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, জেলাব্যাপী সন্ত্রাস, নাশকতাবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই অংশ হিসেবে শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সদর থেকে ২৯ জন, হরিণাকুন্ডু থেকে ৫ জন, শৈলকুপা ৮ জন, কালিগঞ্জ থেকে ৬ জন, মহেশপুর থেকে ১৬ জন ও কোটচাঁদপুর থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানান তিনি।
আহমেদ নাসিম আনসারী/এএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারী কর্মীদের ধাওয়া, প্রতিবাদ করায় জামায়াত নেতার ওপর হামলা
- ২ বিএনপি প্রার্থীর হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে টাকা দাবি, জিডি
- ৩ ভুল রক্ত দেওয়ায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ
- ৪ ফরিদপুরে খেলা দেখা নিয়ে হোস্টেলে সিনিয়র-জুনিয়র মারামারি, আহত ৭
- ৫ মহিলা জামায়াতের ‘কোরআন ক্লাসে’ যুবদলের বাধা, উত্তেজনা