ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পানির স্রোতে ভেসে গেল ২ কিলোমিটার রেলপথ

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ০২:৫৮ পিএম, ১২ আগস্ট ২০১৭

গত বৃহষ্পতিবার থেকে অতি বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে পঞ্চগড় পৌর এলাকাসহ পাঁচ উপজেলার ৪৩ ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সেই সঙ্গে পঞ্চগড়ে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পাশাপাশি করতোয়া, তালমা, মহানন্দা, ছোট যমুনা, ডাহুক, ভেরসাসহ জেলার অধিকাংশ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারি বর্ষণ অব্যাহত রয়েছে।

ভারি বর্ষণের ফলে বিভিন্ন এলাকার রোপা আমন ক্ষেত পানিতে তলিয়ে গেছে। পুকুরের মাছ ভেসে গেছে। বিশেষ করে রেল লাইনের ওপর দিয়ে প্রবল স্রোত প্রবাহের কারণে নয়নিবুরুজ স্টেশন কিসমত স্টেশন পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রেলপথের পাথর সরে গেছে।

এ কারণে পঞ্চগড় থেকে ঢাকা রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে বালুর বস্তা দিয়ে ক্ষতিগ্রস্ত স্থান সংস্কারের চেষ্টা করা হচ্ছে বলে রেল বিভাগ সূত্র জানিয়েছে।

Panchagarh

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, শুক্রবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় ২৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নদীর পানি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. শামছুল হক বলেন, প্রাথমিকভাবে জেলায় ১২০ হেক্টর জমি পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এখনও সব এলাকার খবর পৌঁছায়নি।

পঞ্চগড় রেলওয়ের স্টেশন মাস্টার বজলুর রহমান বলেন, অতি বর্ষণ এবং পানির প্রবল স্রোতে কিছু জায়গায় রেলপথ (ওয়াক আউট) ক্ষতিগ্রস্ত হয়েছে। এ জন্য পঞ্চগড় থেকে ঢাকা রেল চলাচল বন্ধ রয়েছে। ঢাকার যাত্রীদের ঠাকুরগাঁও থেকে যাতায়াতের পরামর্শ দেয়া হচ্ছে।

সফিকুল আলম/এএম/আরআইপি

আরও পড়ুন