ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ধামইরহাটে মোটরসাইকেলসহ ৩ ছিনতাইকারী আটক

প্রকাশিত: ১১:০১ এএম, ০২ জুন ২০১৫

নওগাঁর ধামইরহাট উপজেলায় মোটরসাইকেলসহ ৩ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার আলতাদিঘী শালবন জাতীয় উদ্যান থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, পত্নীতলা উপজেলার হলান্দর গ্রামের সাইদুর রহমানের ছেলে রফিকুল ইসলাম (১৯), একই গ্রামের আলফাজ আলীর ছেলে হুমায়ুন কবির (২০), আলপাকা জাহাঙ্গীরপাড়া গ্রামের আতাউল হকের ছেলে হারুনুর রশীদ (২০)।

মোটরসাইকেল মালিক ফরহাদ হোসেন জানান, সোমবার বেলা ১১ টায় জেলার সাপাহার উপজেলার প্রফেসরপাড়ার ফরহাদ হোসেনের লিফান চায়না মোটরসাইকেলটি ৩ যুবক ভাড়া নেয়। ভাড়াটিদের নিয়ে ফরহাদ হোসেন বিকেল সাড়ে ৩টার দিকে ধামইরহাট উপজেলার আলতাদিঘী শালবন জাতীয় উদ্যান দেখার জন্য আসে।

এদিকে, ওই যুবকরা মোটরসাইকেল মালিক ফরহাদ হোসেনসহ বেড়ানোর কথা বলে বনের ভিতরে নিয়ে যায়। সেখানে ফরহাদ হোসেনকে গলায় গামছা পেচিয়ে এবং চাকু ধরে মোটরসাইকেল নিয়ে যাওয়ার চেষ্টা করে। ফরহাদ হোসেনের চিৎকারে এক ভ্যানচালক এসে এক ছিনতাইকারীকে মোটরসাইকেলসহ ধরে ফেলে থানায় খবর দেয়।

ধামইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা আব্দুস সালাম বলেন, পত্নীতলা বন বিভাগের নার্সারী অফিস এলাকা থেকে পত্নীতলা থানা পুলিশের সহায়তায় মোটরসাইকেলসহ আসামিদের আটক করা হয়। মোটরসাইকেল মালিক ফরহাদ হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। থানা পুলিশ আদালতের মাধ্যমে আসামিদের জেল হাজতে পাঠিয়েছে।

এসএস/আরআইপি