ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নওগাঁয় ফরমালিন বিরোধী মানববন্ধন

প্রকাশিত: ০৯:১৪ এএম, ০৩ জুন ২০১৫

খাদ্যে ফরমালিন মেশানোর প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নওগাঁয় জেলা শাখা। বুধবার বেলা ১১টায় শহরের ব্রীজ মোড় এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন বাপা নওগাঁ জেলা কমিটির আহ্বায়ক মর্ত্তজা রেজা।

বক্তারা বলেন, প্রশাসনের নজরদারীর অভাবে একশ্রেণির অসাধু ব্যবসায়ী খাদ্যে ফরমালিন মেশাচ্ছেন। ফরমালিনের ব্যবহার রোধে প্রশাসনের নজরদারী বৃদ্ধির দাবিসহ, খাদ্যে বিষ মেশানো থেকে সকল ব্যবসায়ীকে বিরত থাকার আহ্বান জানান তারা।

মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে বাপা নওগাঁ জেলা শাখার সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, নওগাঁ একুশে উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. আব্দুল বারি, সাধারণ সম্পাদক এমএম রাসেল, নওগাঁ পৌরসভার প্রকৌশলী গুরুদাস দত্ত, মাছ ব্যবসায়ী বাদল মৈত্র, জেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক খন্দকার রউফ পাভেল প্রমুখ বক্তব্য রাখেন।

আব্বাস আলী/এআরএ/আরআই