ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হলুদ সাংবাদিকতা মানে, না সাংবাদিকতা : মনজুরুল আহসান বুলবুল

জেলা প্রতিনিধি | মুন্সীগঞ্জ | প্রকাশিত: ০৩:০১ পিএম, ১৭ আগস্ট ২০১৭

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেছেন, হলুদ সাংবাদিকতা মানে, না সাংবাদিকতা। যেটা সাংবাদিকতা না, সেটাই হলুদ সাংবাদিকতা। যারা অপসাংবাদিকতা করে, সেটা সাংবাদিকতা নয়।

বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন বিএফইউজে সভাপতি।

দৈনিক জনকণ্ঠ পত্রিকার মুন্সীগঞ্জের স্টাফ রিপোর্টার মীর নাসিরউদ্দিন উজ্জ্বলের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে আন্দোলন করার আহ্বান জানিয়ে সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল বলেন, এ বিষয়ে আমরা ঢাকায় গিয়ে আইজিপি, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশিষ্টদের সঙ্গে কথা বলব।

তিনি আরও বলেন, ওয়েজবোর্ড নিয়ে আন্দোলন শুরু করেছি। আগামী ওয়েজবোর্ডে ঢাকার বাইরের সাংবাদিকদের সুযোগ-সুবিধা দেয়ার ব্যবস্থা করা হবে। ওয়েজবোর্ডের প্রথম শর্ত হচ্ছে, চাকরির আনুষ্ঠানিকতা বা নিয়োগপত্রের মাধ্যমে স্বীকৃতি পাওয়া এবং ওয়েজবোর্ডের মর্যাদা পাওয়া। এ জন্য আমাদের সঙ্গে ঢাকার বাইরের সাংবাদিকদের আন্দোলন করা দরকার।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক, ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান বাবু, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল মাহমুদ, সহ-সভাপতি বাছির উদ্দিন জুয়েল, সহ-সভাপতি সুজন হায়দার জনি, সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নুপুর, সাবেক সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জল, সাবেক সভাপতি কাজী সাব্বির আহম্মেদ দীপু, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সজল, সাহিত্য বিষয়ক সম্পাদক জসীম উদ্দীন দেওয়ান, কোষাধ্যক্ষ সেতু ইসলাম, ক্রীড়া সম্পাদক সিহাবুল হাসান ও প্রচার সম্পাদক সাইফুর রহমান টুটুল প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা সাব-এডিটর কাউন্সিলের সাবেক কোষাধ্যক্ষ সাহাদাৎ রানা, প্রবীণ সাংবাদিক শেখ আলী আকবর, মো. আতিকুর রহমান টিপু, মাহাবুব আলম লিটল, ফারহানা মির্জা বন্যা, অ্যাডভোকেট লাবলু মোল্লা, শেখ সাইদুর রহমান টিটু, মাছুদ রানা, রাজিবুল হাসান জুয়েল, নাদিম মাহমুদ, কাজী কাউছার, আবু হানিফ রানা ও মো. আল মামুন প্রমুখ।

এর আগে সন্ত্রাসী হামলার শিকার মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বলের বাড়িতে গিয়ে সাংবাদিক নেতারা খোঁজখবর নেন এবং মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের বিষয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক, এডিসি রেভিনিউ মোহাম্মদ ফজলে আজিমের সঙ্গে সাক্ষাৎ করেন এবং মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশ সুপারের সঙ্গে কথা বলেন।

ভবতোষ চৌধুরী নুপুর/এএম/জেআইএম