টেকনাফে ৫৮ হাজার পিস ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৫৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার দাম পৌনে দুই কোটি টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
বিজিবির টেকনাফ-৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, বিজিবির একটি টহল দল টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকা সংলগ্ন নাফ নদীর পাড়ে অভিযান চালায়। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে একদল চোরা কারবারী নদীর পাড়ে পলিথিনের প্যাকেট ফেলে রেখে পালিয়ে যায়। পরে সেই পলিথিনের প্যাকেটে ৫৮ হাজার ইয়াবা পাওয়া যায়।
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাধীনতা বিরোধীরা সাধারণ ক্ষমার সম্মান দিতে জানেনি : এ্যানি
- ২ চাঁদপুর-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপি প্রার্থী মানিক
- ৩ জামায়াত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না, ছিল ভারতের বিরুদ্ধে
- ৪ আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ চাই: জামায়াত নেতা আবদুল হালিম
- ৫ আমরা স্বাধীনতার চেতনাকে শুধু কথায় নয়, অন্তরে ধারণ করি