বয়স্কভাতার টাকা তুলতে গিয়ে প্রাণ হারালেন বৃদ্ধা
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় হেদো বিবি (৬৫) নামের এক বৃদ্ধা বয়স্কভাতার টাকা তুলতে এসে গরুবোঝাই নসিমনের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন।
রোববার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার সোনালী ব্যাংকের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। মৃত হেদো বিবি বালিয়াডাঙ্গী উপজেলার পারুয়া হুকাবস্তি গ্রামের মৃত ভুলু মোহাম্মদের স্ত্রী।
স্থানীয়রা জানায়, বয়স্কভাতা উত্তোলনের জন্য হেদো বিবি সোনালী ব্যাংকে আসে। সেখানে রাস্তা পারাপারের সময় ঠাকুরগাঁও থেকে বালিয়াডাঙ্গীর উদ্দেশ্যে গরুবোঝাই একটি নসিমন তাকে চাপা দেয়।
স্থানীয়রা বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গুরুতর আহত অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বালিয়াডাঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণে তিনি মারা যান।
মো: রবিউল এহসান রিপন/এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঘোড়া প্রতীকে ভোট চেয়ে বিপাকে হবিগঞ্জের স্বতন্ত্র প্রার্থী সুজাত
- ২ সীমান্ত পার হওয়ার সময় কুমিল্লায় হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ৩ বালুভর্তি ট্রাকে লুকানো ছিল দেড় কোটি টাকার চোরাই শাড়ি
- ৪ পুলিশকে এলোপাথাড়ি কুপিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হলো আসামিকে
- ৫ ভবন ছাড়তে উকিল নোটিশ, চুক্তির মেয়াদ শেষ হলেও চলছে কার্যক্রম