মৌলভীবাজারে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ৩ জন নিহত
প্রতীকী ছবি
মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের সিরাজনগর এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই প্রাইভেটকারের ৩ জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৫ জন।
শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন জাগো নিউজকে জানান, শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে সিলেটে মাজার জিয়ারত শেষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর এলাকায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়ার পথে আরো ১ জন নিহত হন।
নিহতরা হলেন, শ্রীমঙ্গল সবুজবাগ এলাকার রাজু স্বর্ণকার এবং সবুজ স্বর্ণকার। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় গুরুতর আহত আরো ৫ জনকে মৌলভীবাজার ও সিলেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমজেড/এমএস