ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পিজিসিবি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি | পিরোজপুর | প্রকাশিত: ০৪:০৩ পিএম, ২১ আগস্ট ২০১৭

পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের (পিজিসিবি) ভান্ডারিয়া বিদ্যুৎ উপকেন্দ্রের কচা নদীর তীরের পরিত্যাক্ত ১৩২ কেভি সঞ্চালন লাইনের প্রায় দেড় কোটি টাকার মালামাল আত্মসাতের অভিযোগে বরিশাল পিজিসিবি’র সাবেক নির্বাহী প্রকৌশলীসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক।

রোববার পিরোজপুরের ভান্ডারিয়া থানায় দুর্নীতি দমন কমিশন (দুদক) বরিশালের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মতিউর রহমান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলা নং-১৭।

ভান্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় আসামিরা হলেন- বরিশাল পিজিসিবি’র সাবেক নির্বাহী প্রকৌশলী (বর্তমানে খুলনা পাওয়ার হাউসের গ্রিড সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী) ও পটুয়াখালী জেলার গলাচিপার ডাকুয়া এলাকার সত্য নারায়ণ ভূঁইয়ার ছেলে লক্ষ্মী নারায়ণ ভূঁইয়া, পিরোজুপরের ভান্ডারিয়ার গ্রিড উপকেন্দ্রের অবসরপ্রাপ্ত উপবিভাগীয় প্রকৌশলী ও নগরীর কাজিপাড়া এলাকার হাসমত আলী গাজীর ছেলে মো. হানিফ হোসেন গাজী এবং খুলনা পিজিসিবি গ্রিড সার্কেলের সাবেক সিকিউরিটি পরিদর্শক (বর্তমানে আফতাব নগরের রামপুরায় ন্যাশনাল লোড ডেসপ্যাচ সেন্টারে কর্মরত) ও বাগেরহাটের দশানী এলাকার মৃত আ. রশিদের ছেলে আনোয়ার হোসেন।

হাসান মামুন/আরএআর/এমএস