ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুষ্টিয়ায় স্বামীর হাতে স্ত্রী খুন

প্রকাশিত: ১২:৩৬ পিএম, ০৫ জুন ২০১৫

কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের ক্যানেল পাড়ায় পারিবারিক কলহের জের ধরে এক পাষণ্ড স্বামী তার স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে। হত্যার পর স্ত্রী পারভীন আক্তারের লাশ ঘরে তালাবদ্ধ করে রেখে পালিয়ে যায় স্বামী আব্দুস সালাম।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহের জের ধরে আব্দুস সালাম তার স্ত্রী পারভীন আক্তারকে (৩০) নিজ ঘরে এলোপাতাড়ি পিটিয়ে ও কাপড় দিয়ে মুখ বেধে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর স্ত্রী’র লাশ ঘরের মধ্যে রেখে পাষণ্ড স্বামী দরজায় তালা লাগিয়ে পালিয়ে যায়। এসময় তার একমাত্র ছেলে পারভেজ (৭) একই গ্রামে নানীর বাড়িতে অবস্থান করছিল।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে আব্দুস সালাম তার স্ত্রী’র উপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছে। শুক্রবার সকালে ঘরে তালা দেওয়া দেখে সন্দেহ হওয়ায় প্রতিবেশীরা তালা ভেঙ্গে পারভীনের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। কুষ্টিয়া মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তেরর জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত রবিউল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জের ধরেই নিহতের স্বামী তাকে হত্যা করেছে। পলাতক থাকায় স্বামী আব্দুস সালামকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

আল-মামুন সাগর/এসএইচএস/পিআর