গাজীপুর রিসোর্টে আটক ২৬
গাজীপুরের কালিয়াকৈরে ‘রাঙ্গামাটি রিসোর্ট’ থেকে অসামাজিক কার্যকলাপ পরিচালনা ও সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৬ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতদের মধ্যে সাতজন ওই রিসোর্টের কর্মচারী, সাতজন নারী ও ১২ জন পুরুষ রয়েছে। পরে তাদের শুক্রবার বিকেলে গাজীপুর জেলা আদালতে পাঠানো হয়।
গাজীপুর জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন জানান, রাঙ্গামাটি রিসোর্টে আসামাজিক কার্যকলাপ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অসামাজিক কার্যকলাপ পরিচালনা ও সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৬ জনকে আটক করা হয়।
রির্সোটর মালিক ও ম্যানেজার পলাতক রয়েছে। এ ব্যাপারে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রমজান আলী বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা করেছেন।
আমিনুল ইসলাম/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান