পাটগ্রামে বজ্রপাতে যুবক নিহত
লালমনিরহাটের পাটগ্রামে বজ্রপাতে সফিকুল ইসলাম (২০) নামে এক পাথর শ্রমিক নিহত হয়েছের। এ সময় আহত হয়েছেন আরো সাতজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সফিকুল উফারমারা গ্রামের হামিদুল ইসলামের ছেলে। শুক্রবার বিকালে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, উপজেলার ইসলামপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে আশাদুজ্জামান (৩০), সোহেল রানার স্ত্রী রিংকী বেগম (২৫), মুকুল হোসেনের স্ত্রী ফজিলা বেগম (৩০), জাহেদুল ইসলামের ছেলে বাপ্পী (২০), ধবলসুতি গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে ছকিম উদ্দিন (৪০), আবু হোসেনের ছেলে মমিনুর (২০) ও বুড়িমারী এলাকার ফরিদুলের মেয়ে খাদিজা আক্তার (১৫)।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুড়িমারী স্থলবন্দর সংলগ্ন এলাকায় পাথর ভাঙার কাজ করছিল সফিকুল। এ সময় ঝড়ের সঙ্গে হঠাৎ বজ্রপাতে তিনি ঘটনাস্থলে মারা যান।
রবিউল হাসান/এআরএ/পিআর