ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নরসিংদীতে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি | নরসিংদী | প্রকাশিত: ০৩:২৭ পিএম, ২২ আগস্ট ২০১৭

নরসিংদীতে সাদেকুর রহমান হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৪ বছর সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় দেন। আসামিদের মধ্যে মিজানুর রহমান ও ফিরোজ ছাড়া বাকি আসামিরা পলাতক।

মামলার বিবরণে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ১৯৯২ সালের ১৩ অক্টোবর নরসিংদীর রায়পুরা সাদেকুর রহমানকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে আসামিরা।

পরদিন সকালে উপজেলার হাসনাবাদ বাজারের পাশে রমিজ উদ্দিনের ডেঙ্গা খেত থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের চাচা নুর মোহাম্মদ বাদী হয়ে রায়পুরা থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় আজ এ রায় দেয় আদালত।

সঞ্জিত সাহা/এএম/এমএস