বন্যার পানিতে ভেসে এলো সাড়ে ৯ ফুট লম্বা অজগর
কুড়িগ্রামে বন্যার পানিতে ভেসে এসেছে সাড়ে ৯ ফুট লম্বা একটি অজগর সাপের বাচ্চা। অজগরটি কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের ধরলা নদীর অপরপাড়ে চরকৃষ্ণপুর গ্রামে বেলাল হোসেনের উঠানের নিম গাছে আশ্রয় নিয়েছিল। বুধবার স্থানীয় কয়েকজন যুবক সাপটি উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে হস্তান্তর করেছে।
বেলাল হোসেন বলেন, সকালে ঘুম থেকে উঠে নিম গাছের সঙ্গে সাপটি পেঁচিয়ে থাকতে দেখে ভয় পেয়ে যাই। আশপাশের লোকজনকে খবর দিলে সবাই মিলে সাপটি মেরে ফেলার উদ্যোগ নেয়। কিন্তু স্থানীয় কয়েকজন যুবক এতে বাধা দেয়। তারা সাপটি সরকারি অফিসে জমা দেয়ার কথা বলে।
স্থানীয় যুবক তাজুল (রাজমিস্ত্রি), জুয়েল ও বিদ্যুৎ বলেন, আমরা অজগর সাপটিকে বাঁচাতে উত্তেজিত লোকজনকে শান্ত করি। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা যোগাযোগ সমস্যার কারণে আসতে অপরাগতা জানায়। এরপর সদর উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবগত করা হলে তিনি প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের ঘটনাস্থলে যেতে বলেন। এরপর আমরা সাপটি কৌশলে বস্তায় ভরে প্রাণিসম্পদ বিভাগে পাঠানোর ব্যবস্থা করি। পরে সাপটি বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।
উপজেলা বন বিভাগের কর্মকর্তা আলতাফ হোসেন জানান, অজগরটি কেবল চোখ খুলতে শুরু করেছে। বয়স আনুমানিক দেড় বছর হতে পারে। লম্বায় এটি সাড়ে ৯ ফুট। এটি পাহাড় থেকে বন্যার পানিতে ভেসে আসতে পারে।
এ ব্যাপারে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিন আল পারভেজ জানান, বন বিভাগের মাধ্যমে সাপটি দিনাজপুর রামসাগরের প্রাণি অভয়াশ্রমে পাঠানো হবে।
নাজমুল হোসাইন/আরএআর/জেআই্এম