ঠাকুরগাঁওয়ে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার জসাই পাড়া গ্রামের স্ত্রী সালমা বেগমকে (৩৮) হত্যার দায়ে স্বামী এনামুল হককে (৫৫) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক হায়দার আলী আসামির উপস্থিতিতে এ রায় দেন।
আদালত সূত্র জানা গেছে, ২০১১ সালের ২০ এপ্রিল জেলার পীরগঞ্জ উপজেলায় শ্যামপুর এলাকায় স্ত্রী সালমা বেগমকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ মাটির নিচে পুঁতে রাখে স্বামী এনামুল হক।
কয়েকদিন পরে ওই এলাকার একটি খেত থেকে মাটির নিজে পুঁতে রাখা মৃত সালমা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মৃতের ভাই সফির উদ্দিন বাদী হয় ভগ্নিপতি এনামুল হকের নামে একটি হত্যা মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আমজাদ আসামিকে গ্রেফতার করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারা মতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন।
পরে দীর্ঘদিন মামলার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এনামুল হকে বিরুদ্ধে প্রাথিমকভাবে ঘটনার সত্যতা পাওয়ায় ৩০২-২০১ ধারার অভিযোগে আদালত ২০১১ সালে ৭ ডিসেম্বর চার্জশিট দাখিল করা হয়।
পরে আদালতের বিচার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে হত্যাকাণ্ডে সঙ্গে জড়িত থাকার সতত্য প্রমাণ পাওয়ায় বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক হায়দার আলী আসামির উপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এপিপি আব্দুল হামিদ ও আসামি পক্ষের আইনজীবী আবু মনসুর।
মো: রবিউল এহসান রিপন/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঘোড়া প্রতীকে ভোট চেয়ে বিপাকে হবিগঞ্জের স্বতন্ত্র প্রার্থী সুজাত
- ২ সীমান্ত পার হওয়ার সময় কুমিল্লায় হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ৩ বালুভর্তি ট্রাকে লুকানো ছিল দেড় কোটি টাকার চোরাই শাড়ি
- ৪ পুলিশকে এলোপাথাড়ি কুপিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হলো আসামিকে
- ৫ ভবন ছাড়তে উকিল নোটিশ, চুক্তির মেয়াদ শেষ হলেও চলছে কার্যক্রম