ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শিক্ষককে পেটানোর প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৮:০৫ এএম, ০৬ জুন ২০১৫

গোপালগঞ্জে এইচএসসি পরীক্ষায় নকল ধরাকে কেন্দ্র করে এক শিক্ষককে মারধর করার প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন গোপালগঞ্জের বিভিন্ন কলেজের শিক্ষকরা। শনিবার বেলা ১১টায় স্থানীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে এ মানববন্ধন করা হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মানবন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আশোক কুমার সরকার, সরকারি বঙ্গবন্ধু কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জিতেন্দ্রনাথ বালা, অধ্যাপক বেজির আহমেদ, অধ্যাপক গোলাম মোস্তফা প্রমুখ।

মানববন্ধন শেষে শিক্ষকরা জেলা প্রশাসক মো. খলিলুর রহমানের কাছে শিক্ষককে মারধর করার প্রতিবাদ এবং ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি ও গ্রেফতারের দাবিতে স্মারকলিপি প্রদান করেন।

উল্লে­খ্য, গত ২ জুন এইচএসসি পরীক্ষা চলাকালে শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে সুব্রত বিশ্বাস নামে এক পরীক্ষার্থীর নকলে বাধা দেন কেন্দ্র পরিদর্শক ও ওই কলেজের ইসলামী স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আবু সাঈদ মিয়া। এতে ক্ষিপ্ত হয়ে সুব্রত নামের ওই পরীক্ষার্থী পরীক্ষা শেষে কেন্দ্রের গেটের সামনে তার সঙ্গীদের নিয়ে তাকে মারধর করে মারাত্মক আহত করেন। প্রথমে তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পরপরই পুলিশ সুব্রত বিশ্বাসকে আটক করে।

এস, এম, হুমায়ূন কবীর/এমজেড/এমএস