বন্যায় নৌকা চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু
টাঙ্গাইলের মির্জাপুরে বন্যায় নৌকা চালাতে গিয়ে পল্লী বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। উপজেলার মুশুরিয়াঘোনা ও মহদীনগর ভাতগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা দুইজন মারা যান।
মৃতরা হলেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার সাইফুল ইসলাম (৩২) এবং মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের মহদীনগর ভাতগ্রামের শুকুর আলী (৪৫)।
খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার সকালে শুকুর আলী নৌকা নিয়ে কাজে যাচ্ছিলেন। এ সময় তার হাতে থাকা লগি পল্লী বিদ্যুতের তারে স্পর্শ হলে তিনি পানিতে পড়ে যান। পরে ঘটনার প্রায় এক ঘণ্টা পর এলাকাবাসী তার মরদেহ উদ্ধার করে।
এর আগে বুধবার একইভাবে মুশুরিয়াঘোনা বিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম মারা যান। সাইফুল গোড়াইল গ্রামের কবির হোসেনের বাড়িতে থেকে দিনমজুরের কাজ করতেন বলে জানা গেছে।
মির্জাপুর পল্লী বিদ্যুতের ডিজিএম সুশান্ত কুমার রায় জানান, বন্যার পানির উচ্চতা বেড়ে বিদ্যুতের তারের ক্লিয়ারেন্স কমে যাওয়ার পাশাপাশি অসাবধানতার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটছে।
এস এম এরশাদ/এএম/আইআই