সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা
জামালপুরে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জামালপুরের নবাগত পুলিশ সুপার মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এমএ জলিল, সাধারণ সম্পাদক এম সুলতান আলম, সাংবাদিক শফিক জামান, মোস্তফা বাবুল, বজলুর রহমান, মুখলেছুর রহমান লিখন, ফজলে এলাহী মাকাম প্রমুখ।
মতবিনিময় সভায় উপস্থিত গণমাধ্যম কর্মীরা জামালপুরের আইন শৃঙ্খলার উন্নয়নের স্বার্থে মাদক, জুয়া, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন। এসময় নবাগত পুলিশ সুপার জামালপুরের আইন শৃঙ্খলা রক্ষার্থে সব ধরনের পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
শুভ্র মেহেদী/এসএস/পিআর