ঠাকুরগাঁওয়ে বন্যার্তদের পুনর্বাসনে ডিএসএ’র অনুদান
বন্যার্তদের পুনর্বাসনে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের গঠিত দুর্যোগ সহায়তা তহবিলে আর্থিক অনুদান প্রদান করেছে জেলা ক্রীড়া সংস্থা।
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক আব্দুল আওয়ালের হাতে আর্থিক অনুদানের এক লাখ টাকার চেক তুলে দেন ডিএসএ’র সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু।
এ সময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জহুরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ডিএসএ’র সহ-সভাপতি অরুণাংশু দত্ত টিটো, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, প্রবীর গুপ্তসহ (বুয়া) ডিএসএ’র সদস্যরা উপস্থিত ছিলেন।
রবিউল এহসান রিপন/আরএআর/আইআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঘোড়া প্রতীকে ভোট চেয়ে বিপাকে হবিগঞ্জের স্বতন্ত্র প্রার্থী সুজাত
- ২ সীমান্ত পার হওয়ার সময় কুমিল্লায় হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ৩ বালুভর্তি ট্রাকে লুকানো ছিল দেড় কোটি টাকার চোরাই শাড়ি
- ৪ পুলিশকে এলোপাথাড়ি কুপিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হলো আসামিকে
- ৫ ভবন ছাড়তে উকিল নোটিশ, চুক্তির মেয়াদ শেষ হলেও চলছে কার্যক্রম