ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ৩১ গ্রামে ঈদ উদযাপন

জাগো নিউজ ডেস্ক | শরীয়তপুর | প্রকাশিত: ০৬:১১ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৭

শরীয়তপুরের চার উপজেলার ৩১টি গ্রামে সুরেশ্বর পীরের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ শুক্রবার ঈদুল আজহা উদযাপন করছেন। সুরেশ্বর পীরের অন্তত ৯ হাজার ভক্ত আজ ঈদ উদযাপন করছেন।

সুরেশ্বর পীরের দরবার সূত্র জানায়, সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রায় ১শ বছর ধরে সুরেশ্বর পীরের দরবারের সকল ভক্ত ও মুরিদরা একই নিয়মে ঈদ পালন করে থাকে। নড়িয়া উপজেলার সুরেশ্বর, চন্ডিপুর, ইছাপাশা, থিরাপাড়া, ঘড়িষার, কদমতলী, নীথিরা, মানাখানা, নশাসন, ভুমখারা, ভোজেশ্বর, জাজিরা উপজেলার কালাইখার কান্দি, মাদবর কান্দি, সদর উপজেলার বাঘিয়া, কোটাপাড়া, বালাখানা, প্রেমতলা, ডোমসার, শৌলপাড়া, ভেদরগঞ্জ উপজেলার লাকার্তা, পাপরাইল ও চরাঞ্চলের ১০টি গ্রামসহ প্রায় ৩১টি গ্রামের অন্তত এক হাজার পরিবারে ৯ হাজারের বেশি নারী পুরুষ শুক্রবার সকালে নামাজ শেষে সেমাই ও শিরনি খেয়ে ঈদ আনন্দে মেতে ওঠেন।

সুরেশ্বর পীরের বর্তমান গদিনীশীন মুতাওয়াল্লী সৈয়দ কামাল নুরী বলেন, দীর্ঘদিন যাবৎ আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা পালন করি। এবার অন্তত ৯ হাজার মুরিদ আমাদের সঙ্গে শুক্রবার ঈদ পালন করছে।

ছগির হোসেন/আরএআর/এমএস