ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রতীকী ছবি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কুষ্টিয়া-পাবনা মহাসড়কের পার হাউজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভেড়ামারা মডেল থানা পুলিশের ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঈদ বিনোদনের জন্য হার্ডিঞ্জ ব্রিজ যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল আরহীর মৃত্যু হয়। এ সময় আরও তিনজন আহত হয়।
আহতদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে নিহত ও আহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি বলেও জানান ওসি।
আল-মামুন-সাগর/এএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ২ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৩ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৪ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ৫ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের